Can't found in the image content. ইন্দোনেশিয়ায় ৭.৬ মাত্রার ভূমিকম্প | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ইন্দোনেশিয়ায় ৭.৬ মাত্রার ভূমিকম্প

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জানুয়ারী ১০, ২০২৩

ইন্দোনেশিয়ায় ৭.৬ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬। কম্পনের পর প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে অবশ্য সেটি তুলে নেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ইন্দোনেশিয়ার তানিম্বার অঞ্চলে কম্পনটি আঘাত হেনেছে। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৯৭ কিলোমিটার।

শক্তিশালী ভূমিকম্পের পর প্রায় তিন ঘণ্টার জন্য সুনামির সতর্কতা জারি করা হয়। তবে এই সময়ে সমুদ্রপৃষ্ঠের উল্লেখযোগ্য কোনও পরিবর্তন রেকর্ড করা হয়নি। ফলে পরে সেটি তুলে নেওয়া হয়।

ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি)-এর প্রধান দ্বিকোরিতা কর্নাবতী বলেছেন, ‘ভূমিকম্পের কেন্দ্রস্থলের চারপাশে চারটি জোয়ার পরিমাপক পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে সমুদ্রপৃষ্ঠে কোনও অসঙ্গতি শনাক্ত করা যায়নি। কোথাও কোনও উল্লেখযোগ্য পরিবর্তনও হয়নি। তবে উপকূলের কাছাকাছি এলাকার বাসিন্দাদের কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলা উচিত।