গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ নিম্নমুখী। বেলা গড়িয়ে দুপুর হলেও দেখা মিলছে না সূর্যের। সেই সঙ্গে বয়ে যাওয়া উত্তরের শীতল বাতাসে কাবু লোকজন। এ অবস্থার মধ্যে শনিবার (৭ জানুয়ারি) ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তবে পশ্চিমাঞ্চলীয় জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রা আরো কমেছে, সেখানে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে।
বিকেল পৌনে ৩টা নাগাদ আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। ঢাকায়ও আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল।
এছাড়া দেশের বিভিন্ন এলাকায় রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, যশোরে- ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, মাদারীপুরে- ৯ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে- ৯.১ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়ায়- ৯.৩ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদীতে- ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে- ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে- ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, নওগাঁয়- ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ে- ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে- ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, নীলফামারীতে- ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরায়- ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, কিশোরগঞ্জে- ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জে- ১০ ডিগ্রি সেলসিয়াস, বগুড়ায়- ১০.২ ডিগ্রি সেলসিয়াস।
রোববার (৮ জানুয়ারি) আবহাওয়ার পরিস্থিতির বিষয়ে মনোয়ার হোসেন বলেন, ঢাকায় আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চুয়াডাঙ্গার আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।