Can't found in the image content. মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন কেভিন ম্যাকার্থি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন কেভিন ম্যাকার্থি

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, জানুয়ারী ৭, ২০২৩

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন কেভিন ম্যাকার্থি

ছবি: সংগৃহীত

১৫তম বারের ভোটাভুটিতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলেন কেভিন ম্যাকার্থি। রোববার (০৭ জানুয়ারি) এ ভোট গ্রহণ হয়।

প্রদত্ত ৪২৮ ভোটের মধ্যে ম্যাককার্থি পেয়েছে ২১৬টি। আর তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটদের হেকিম জেফরিস পেয়েছেন ২১২ ভোট।

ফলাফল হাতে পাওয়ান পর হাউস ক্লার্ক শেরিল জনসন বলেন: অতএব, মাননীয় কেভিন ম্যাককার্থি সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন।

এ সময় রিপাবলিকান পক্ষ ম্যাককার্থিকে দাঁড়িয়ে অভিনন্দন জানায়। তারা একযোগে ‘ইউএসএ, ইউএসএ’ বলে স্লোগান দিতে থাকেন। কিন্তু এ সময় ম্যাট গেটজ এবং লরেন বোয়েবার্ট উঠে দাঁড়াননি, হাততালিও দেননি।

ডেমোক্র্যাট শিবিরে ছিল সম্পূর্ণ শান্ত। তাদের কেউই হাততালি দেননি।

তথ্যসূত্র: বিবিসি