যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ফার্মেসিতে গর্ভপাতের বড়ি মিফেপ্রিস্টোন বিক্রির অনুমতি দেয়া হয়েছে। বাইডেন প্রশাসনের নতুন পরিবর্তিত নীতির আওতায় এই অনুমতি দেয়া হয়েছে। খবর বিবিসির।
বর্তমানে স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে মিফেপ্রিস্টোন বড়ি সংগ্রহ করেন রোগীরা। এই ওষুধটি গর্ভপাত ঘটাতে নিরাপদ ও কার্যকর। নতুন নীতির আওতায়ও প্রেসকিপশন লাগবে। কিন্তু কোনো রোগী চাইলে ফার্মেসিতে গিয়ে বা মেইলের মাধ্যমে এই ওষুধ কিনতে পারবেন।
ধারণা করা হচ্ছে, এতে করে ওষুধের মাধ্যমে গর্ভপাত উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে। এমনকি এই ওষুধ মেইলের মাধ্যমে পৌঁছে দেয়ার জন্য যাবতীয় অনুমতি প্রদান করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
বিচার বিভাগের আইনি উপদেষ্টা মঙ্গলবার একটি মতামতে লিখেছেন, মেইলের মাধ্যমে গর্ভপাতের পিল পৌঁছে দেয়া ১৮৭৩ সালের আইনে পরিপন্থি নয়। কমস্টক অ্যাক্ট নামে পরিচিত ওই আইনে মেইলের মাধ্যমে ‘অশ্লীল, কামুক বা উত্তেজক’ বস্তু পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।
গত বছরেরে জুনে যুক্তরাষ্ট্রে গর্ভপাত অধিকার আইন বাতিল করে দেশটির সুপ্রিম কোর্ট। এতে গর্ভপাতকে বৈধতা দেয়া ১৯৭৩ সালের আইনি সিদ্ধান্ত ‘রো বনাম ওয়েড’ অকার্যকর হয়ে পড়ে। এরপর কয়েক ঘণ্টা পরই গর্ভপাতের ওষুধ সহজলভ্য করতে স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।