Can't found in the image content. দেশে মানুষ কষ্টে নেই, খাদ্য নিয়ে হাহাকার নেই: খাদ্যমন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

দেশে মানুষ কষ্টে নেই, খাদ্য নিয়ে হাহাকার নেই: খাদ্যমন্ত্রী

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বুধবার, জানুয়ারী ৪, ২০২৩

দেশে মানুষ কষ্টে নেই, খাদ্য নিয়ে হাহাকার নেই: খাদ্যমন্ত্রী

ফাইল ছবি

বর্তমান সরকার গরিব ও অসহায় মানুষের পাশে রয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এই সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকার আব্দুল গণি রোডে ভ্রাম্যমাণ ওএমএস (ট্রাকসেল) বিক্রয় কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ভোক্তা সাধারণের উদ্দেশে এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই। দেশের মানুষ কষ্টে নেই। পৃথিবীতে মহামারি ও আর্থিক সংকটের মধ্যেও বাংলাদেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

এসময় মন্ত্রী জানান, প্রয়োজনে সারা বছর স্বল্প-আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে।

তিনি বলেন, বিগত সময়ে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওএমএস চালু থাকেনি। ভোক্তা সাধারণকে স্বস্তি দিতে সরকার এ সময় এটা চালু রেখেছে।

ওএমএস’র চাল-আটা কিনতে আসা ভোক্তারা সরকারের এ কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন। তারা ওএমএসে আরও বেশি পরিমাণ চাল-আটা এবং বিক্রয় কেন্দ্র বাড়ানোর অনুরোধ করেন।