পাকিস্তানের বিচার ব্যবস্থা নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। তিনি বলেন, পাকিস্তানের বিচার ব্যবস্থা মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে ব্যর্থ।
সোমবার তিনি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেন। খবর জিও নিউজ।
তিনি বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী হয়েও আমাকে হত্যার ঘটনায় মামলা করতে পারিনি। এমনকি পাঞ্জাবে আমার দল ক্ষমতায় থাকার পরও আমার মামলা পুলিশ গ্রহণ করেনি।
ইমরান খান বলেন, এর মধ্যেমেই বোঝা যাচ্ছে আমাকে পরিকল্পিত ভাবেই হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। আগামী দুই-চারদিনের মধ্যে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরার কথা জানান।
তার এবং তার দলের নেতৃত্বের বিরুদ্ধে দায়ের করা মামলার কথা উল্লেখ করে তিনি বলেন, “রাষ্ট্র যখন কারো বিরুদ্ধে যায় এবং তার সমস্ত ক্ষমতার ব্যবহার করা শুরু করে তখন তার কিছু কিছু করার থাকে না। মূলত এ কথার মাধ্যমে তিনি নিজের অবস্থান ব্যক্ত করেছেন।
তিনি ব্যাপক নির্যাতনের শিকার হওয়ায় তার কাছে মনে হয়েছে তিনি দেশের বড় কোনো শত্রু বা বিশ্বাসঘাতক।
তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী থাকাকালীন আমার ফোন কল রেকর্ড করে ফাঁস করা হয়েছে। যা সরকারি আইনের পরিপন্থি।