Can't found in the image content. খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

চাকরি ডেস্ক | আপডেট: রবিবার, জানুয়ারী ১, ২০২৩

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

ফাইল ছবি

খাদ্য অধিদপ্তরের দুইটি পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। পদ দুইটি হলো- আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (আরএমই-সহকারী প্রকৌশলী) ও আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা (আরএমও-উপসহকারী প্রকৌশলী)।

সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অনুসারে, নবম গ্রেডের আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা ২৩ জানুয়ারি এবং দশম গ্রেডের আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা পদের পরীক্ষা ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দুই পদের লিখিত পরীক্ষার হল, আসনবিন্যাস ও পরীক্ষা–সংক্রান্ত অন্যান্য তথ্য যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।