Can't found in the image content. ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়ার ‘বর্ষবরণ’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়ার ‘বর্ষবরণ’

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: রবিবার, জানুয়ারী ১, ২০২৩

ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়ার ‘বর্ষবরণ’

ছবি: সংগৃহীত

নতুন বছরের প্রথম দিনেই স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএম) ছুড়েছে উত্তর কোরিয়া। 

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে আজ রোববার দ্য কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের রিয়ংসং এলাকা থেকে রোববার স্থানীয় সময় ভোররাত ২টা ৫০ মিনিটের দিকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪০০ কিলোমিটার দূরে পূর্ব সাগরে গিয়ে পড়ে।

এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বার্তায় গণমাধ্যমকে বলেছে, 'উত্তর কোরিয়ার যে কোনো উসকানির যথাযথ জবাব দিতে আমাদের সেনাবাহিনী প্রস্তুত।'

প্রসঙ্গত, সদ্য বিদায়ী বছরে উত্তর কোরিয়া প্রায় ৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে।