Can't found in the image content. অটল বিহারী বাজপেয়ীর নামে নক্ষত্রের নামকরণ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

অটল বিহারী বাজপেয়ীর নামে নক্ষত্রের নামকরণ

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২

অটল বিহারী বাজপেয়ীর নামে নক্ষত্রের নামকরণ

ছবি : সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে সূর্যের একটি নক্ষত্রের নামকরণ করা হয়েছে। গত রোববার (২৫ ডিসেম্বর) ছিল তার জন্মবার্ষিকী। সে দিন ভারতে গুড গভর্নেন্স ডে পালিত হয়েছে।

ওই দিনই বিজেপির ঔরঙ্গাবাদের সভাপতি শিরিস বরালকর জানান, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে একটি নক্ষত্রের নামকরণ করা হয়েছে। পৃথিবী থেকে ৩৯২.০১ আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই নক্ষত্রটি। দাবি করা হচ্ছে, এটিই সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র।

ইন্টারন্যাশনাল স্পেস রেজিস্ট্রি সার্টিফিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইন্টারন্যাশনাল স্পেস রেজিস্ট্রিতে ২০২২ সালের ২৫ ডিসেম্বর একটি নক্ষত্র নথিভুক্ত করা হয়েছে। নক্ষত্রটির কোঅর্ডিনেট ১৪ ০৫ ২৫.৩ – ৬০ ২৮ ৪১.৯। নক্ষত্রটির নাম দেওয়া হয়েছে ‘অটল বিহারী বাজপেয়ী জি’। রেজিস্ট্রেশন নম্বর সিএক্স১৬৪০৮ইউএস।’

অটল বিহারী বাজপেয়ী দুই দফায় ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। প্রথমে ১৯৯৬ সালে কিছু সময়ের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেসময় ১৬ মে থেকে ১ জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। এরপর আবার ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা যায় তাকে। অতীতে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী থাকাকালে তার মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন বাজপেয়ী।

২০১৮ সালের আগস্ট মাসে দিল্লির এইএমসে অটল বিহারী বাজপেয়ীর মৃত্যু হয়। ভারতের সামগ্রিক বিকাশের জন্য তার অবদান আজও সমানভাবে চর্চিত। ১৯৯৮ সালে রাজস্থানের পোখরানে মরুভূমির নিচে পারমাণবিক পরীক্ষা হয়েছিল তার আমলেই। পুরো বিশ্বের কাছে ভারতের শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এটি। কার্গিল যুদ্ধে পাকিস্তানকে ধরাশায়ী করে ভারতের বিজয় ধ্বজা উড়েছিল তার আমলেই।

নরেন্দ্র মোদির সরকার বাজপেয়ীর জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য ২৫ ডিসেম্বরকে গুড গভর্নেন্স ডে বা ‘সুশাসন দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়। সেই মতো পুরো ভারতে গুড গভর্নেন্স ডে পালিত হয়েছে রোববার।