ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

কম্বোডিয়ায় হোটেলে আগুন, নিহত অন্তত ১০

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২

কম্বোডিয়ায় হোটেলে আগুন, নিহত অন্তত ১০

ছবি: রয়টার্স

থাইল্যান্ড সীমান্তে কম্বোডিয়ার একটি হোটেল-ক্যাসিনোতে আগুন লেগে অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা) দিকে সীমান্তবর্তী শহর পোয়েপেটে এ দুর্ঘটনা ঘটে। 

আজ বৃহস্পতিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। 

পুলিশ জানায়, ভবনটিতে যখন আগুন লাগে তখন প্রায় ৪০০ লোক ভেতরে ছিলেন। তাদের মধ্যে থাইল্যান্ডের অনেক নাগরিকও ছিলেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবনের ওপর তলা থেকে লোকজনকে লাফিয়ে পড়তে দেখা গেছে। 

অগ্নিকাণ্ডের কারণ জানতে চেষ্টা করছে কর্তৃপক্ষ। 

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে থাইল্যান্ডের সা কাইও প্রদেশের হাসপাতালে পাঠানো হয়েছে।

পোয়েপেট থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যবর্তী একটি শহর। শহরটি ক্যাসিনোর জন্য জনপ্রিয়। থাইল্যান্ডে জুয়া খেলা নিষিদ্ধ বলে অনেক থাই নাগরিক শহরটিতে যান।