ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

আয়কর রিটার্ন দাখিল করা যাবে ১ জানুয়ারি পর্যন্ত

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বুধবার, ডিসেম্বর ২৮, ২০২২

আয়কর রিটার্ন দাখিল করা যাবে ১ জানুয়ারি পর্যন্ত
আয়কর রিটার্ন দাখিলের সময় একদিন বাড়িয়ে ১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।

৩০ ও ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

২০২৩ সালের জানুয়ারির প্রথম দিনে ব্যক্তিগত করদাতাদের কাছ থেকে ট্যাক্স রিটার্ন গ্রহণ করা হবে।

গত ৩০ নভেম্বর কর বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে এনবিআর আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ১ মাস বাড়িয়ে দেয়।

বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। এবার করোনা পরিস্থিতির কারণে আজ এনবিআর তার নিজস্ব ক্ষমতাবলে এক মাস সময় বাড়িয়েছে।

জানা গেছে, করোনার কারণে বহু করদাতার আয় কমেছে। ফলে নির্ধারিত সময় শেষের দিকেও তারা রিটার্ন দিতে আগ্রহ দেখায়নি। তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে।

এনবিআর জানায়, বর্তমানে ৬৭ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। প্রতিবছর গড়ে ২৫ লাখ করদাতা রিটার্ন জমা দেন।