Can't found in the image content. আওয়ামী লীগের সম্মেলনে যাননি বিএনপি নেতারা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

আওয়ামী লীগের সম্মেলনে যাননি বিএনপি নেতারা

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২

আওয়ামী লীগের সম্মেলনে যাননি বিএনপি নেতারা
আমন্ত্রণ পেলেও আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপির তিন নেতার কেউই যাননি।

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন দলের সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খানকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

তবে উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির কোনো নেতাকে দেখা যায়নি।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির যুগপৎ গণমিছিল কর্মসূচি রয়েছে আজ। ঢাকা ছাড়া সারাদেশে এ কর্মসূচি করা হবে। আওয়ামী লীগ নির্দিষ্ট করে তিন নেতাকে আমন্ত্রণ জানিয়েছিল। তারা সবাই বিভিন্ন জেলা ও মহানগরের কর্মসূচিতে অংশ নিতে ঢাকার বাইরে রয়েছেন।

শায়রুল কবির খান জানান, চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা বিএনপির গণমিছিলে অংশ নিতে দলের স্থায়ী কমিটির সদস্য সেখানে গিয়েছেন। দাওয়াত পাওয়া আরেক নেতা আব্দুল মঈন খান খুলনা মহানগর ও জেলা বিএনপির গণমিছিলে অংশ নিতে নেবেন। এছাড়া নজরুল ইসলাম খান কুমিল্লা মহানগর ও উত্তর দক্ষিণ বিএনপি মিছিলে অংশ নিতে সেখানে গেছেন।

তবে অন্য কোনো নেতা সম্মেলনে যাবেন কি না, তা তার জানা নেই বলে জানান বিএনপির মিডিয়া সেলের এ সদস্য।