দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে অতিথি হিসেবে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা।
এর মধ্যে আছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও জাতীয় সংসদের বিরোধীদলের নেতা জিএম কাদের।
শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের এ ত্রি-বার্ষিক সম্মেলনে তারা যোগ দেন।
অন্য রাজনৈতিক নেতাদের মধ্যে এ সম্মেলনে আরও যোগ দিয়েছেন- জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আক্তার, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বাশার মাইজভাণ্ডারি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক মুজিবুল হক চন্নু।