ব্যারিস্টার নাজমুল হুদার (বেনা হুদা) দল তৃণমূল বিএনপি নিবন্ধন পাবে কি-না, সে সিদ্ধান্ত বৈঠকের পর জানাবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আদালতের আদেশ পৌঁছার পরই বৈঠকে বসবে সংস্থাটি।
সোমবার (১৯ ডিসেম্বর) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তিনি বলেন, আমরা অফিসিয়ালি আদালতের আদেশ এখনো পাইনি। আদেশের কপি পেলে কমিশন বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। কেননা, সব সিদ্ধান্ত নিতে হবে কোর্টের আদেশ অনুযায়ী।
সাবেক এই ইসি সচিব বলেন, কমিশন রায় মানতে পারে আবার রিভিউ আবেদনও করতে পারে। আইন যেভাবে আছে সেভাবে কাজ করবে কমিশন।
২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে কমিশনের নিজ দলের নিবন্ধন পেতে আবেদন করেছিলেন বিএনপির সাবেক সহ সভাপতি নাজমুল হুদা। তবে নূরুল হুদা কমিশন সে আবেদন বাতিল করে দিয়েছিল। এরপর আদালত থেকে নিবন্ধন পাওয়ার রায় পেলে কমিশন হাইকোর্টের সে রায়ের ওপর লিভ টু আপিলের আবেদন করে ২০১৯ সালে। আপিল বিভাগ কমিশনের সে আবেদন খারিজ করে দেন রোববার (১৮ ডিসেম্বর)। নির্বাচন কমিশন এখন সে রায়ের কপি পাওয়ার অপেক্ষাতেই আছে।