ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

থাই উপসাগরে যুদ্ধজাহাজ ডুবি, নিখোঁজ ৩৩

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, ডিসেম্বর ১৯, ২০২২

থাই উপসাগরে যুদ্ধজাহাজ ডুবি, নিখোঁজ ৩৩

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের নৌবাহিনী 'রয়াল থাই নেভি'র একটি যুদ্ধজাহাজ ডুবে যেয়ে এর ৩৩ ক্রু নিখোঁজ হয়েছেন। জাহাজটিতে মোট ১০৬ জন ক্রু ছিলেন।

থাই কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, আজ সোমবার ভোরে থাইল্যান্ড উপসাগরে ঝড়ো আবহাওয়ায় জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। 

উদ্ধারকৃতদের মাঝে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। কর্তৃপক্ষ আরও জানায়, নিখোঁজ ক্রুর খোঁজে উদ্ধার কার্যক্রম চলছে।

থাই নৌবাহিনীর বিবৃতি মতে, প্রবল বাতাসে এইচটিএমএস সুখোথাই নামের ২৫২ ফুট লম্বা করভেট জাহাজটিতে একজস্ট পাইপের মাধ্যমে পানি ঢুকে এর বৈদ্যুতিক ব্যবস্থা অকেজো হয়ে পড়ে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়াতে জাহাজকে অন্য কোথাও সরিয়ে নেওয়া বা ঢুকে পড়া পানি সেচ করে বের করে আনা সম্ভব হয়নি।

বিবৃতিতে জানানো হয়, 'সোমবার স্থানীয় সময় ভোর ১২টা বেজে ১২টা মিনিটে (রোববার দিবাগত রাত) সুখোথাই জাহাজটি কাত হয়ে যায় এবং পরবর্তীতে ডুবে যায়।'