Can't found in the image content. ‘আমাদের হাতে খাসি, কাপ পাবে মেসি’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

‘আমাদের হাতে খাসি, কাপ পাবে মেসি’

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২

‘আমাদের হাতে খাসি, কাপ পাবে মেসি’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) খাসি নিয়ে র্যালি করেছে আর্জেন্টিনা সমর্থকরা। রোববার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টুকিটাকি চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সব নেতৃবৃন্দ, সব হল ইউনিটের নেতাকর্মী, অনুষদ ও বিভাগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় ‘আমাদের হাতে খাসি, কাপ পাবে মেসি’ স্লোগান দেন সমর্থকরা।

এর আগে সমর্থকদের নিয়ে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব কমিটি গঠন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ হিল-গালিব সভাপতি ও নাহিদুল ইসলাম নাহিদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পরে বিভিন্ন হল ও অনুষদের কমিটি ঘোষণা করা হয়।

আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের উপদেষ্টা ফয়সাল আহমেদ রুনু বলেন, মেসির জীবনে কোনো অপূর্ণতা নেই। শুধু রয়েছে একটি বিশ্বকাপ জেতার অপূর্ণতা। আজ বিশ্বকাপ জিতে সেটাও পূর্ণ করবে। বাংলাদেশ থেকে প্রিয় দলের প্রতি যে পরিমাণ দোয়া আছে এ দোয়ার ফলে অবশ্যই আজকে আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরবে।

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, আমাদের আনন্দ মিছিল প্রমাণ করে দেয় আর্জেন্টিনার প্রতি আমাদের ভালোবাসা। আমরা পরাজয় দিয়ে শুরু করেছিলাম শেষ জয়টা আমাদের হবে। যে দলে মেসি আছে সেখানে আমাদের ভয়ের কোনো কারণ নেই। দলগত পারফর্ম করে আর্জেন্টিনাই কাপ নেবে।

আর্জেন্টিনা সমর্থক আরেক শিক্ষার্থী বলেন, আমরা ব্রাজিলের মতো হেক্সা হেক্সা করব না। আমরা সেভেন আপ খাওয়া দল নয়। প্রতিটি বিশ্বকাপেই আমাদের পারফম্যান্স ভালো। তারই ধারাবাহিকতায় কাতার বিশ্বকাপ আমরা পাব। 

মিছিলে বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সকল নেতৃবৃন্দ, সকল হল ইউনিটের নেতাকর্মী, সকল অনুষদ ও বিভাগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল সমর্থকরা  উপস্থিত ছিলেন।