ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, এপ্রিল ২০, ২০২৪ |

EN

সমুদ্রতীরে অপ্রত্যাশিত ঢেউয়ে মৃত ৩, আহত ১৭

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২

সমুদ্রতীরে অপ্রত্যাশিত ঢেউয়ে মৃত ৩, আহত ১৭

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ভারত মহাসাগরের তীরে ডারবান শহরের জনপ্রিয় 'বে অব প্লেন্টি'র তীরে অপ্রত্যাশিত ঢেউ বেশ কয়েকজন সাঁতারুকে ভাসিয়ে নিয়ে গেলে ৩ জনের মৃত্যু হয় এবং আহত হন অন্তত আরও ১৭ জন।

আজ রোববার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

কিওয়াজুলু-নাটাল জরুরি স্বাস্থ্য সেবা বিভাগের মুখপাত্র রবার্ট ম্যাকেঞ্জির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার এই দুর্ঘটনা ঘটে।

রবার্ট জানান, আহতদের অবস্থা 'গুরুতর কিংবা আশংকাজনক'।

ইথেকওয়ানি মিউনিসিপালিটির বিবৃতিতে বলা হয়, শনিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এতে আরও বলা হয়, ৩৫ লাইফগার্ড উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। এই অপ্রত্যাশিত ঢেউয়ে ক্ষতিগ্রস্ত ১০০ জনেরও বেশি মানুষকে স্বাস্থ্যকর্মীরা সেবা দিয়েছেন।

এর আগে বেশ কয়েকদিন ডারবানের সমুদ্রসৈকতগুলো জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছিল। শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা থেকে আসা ই. কোলি ব্যাকটেরিয়ার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়।

এ বছরের শুরুর দিকে শহরে ভয়াবহ বন্যার কারণে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গত এপ্রিলে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় ৪০০ জনেরও বেশি মারা যান।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, আসন্ন উৎসবের কারণে ডারবানের সমুদ্রসৈকতে অনেক দর্শনার্থী আসার সম্ভাবনা আছে।