আগামী সংসদ নির্বাচনে দেড়শ আসনে ইভিএমে ভোট করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ এখনও পাস হয়নি প্রকল্প। এ ছাড়া ১৩শ জনবলের চাহিদা দিয়ে পাওয়া গেছে মাত্র ১৩ জন।
প্রকল্প পরিচালক জানান, জানুয়ারির মধ্যে বরাদ্দ পাওয়া না গেলে কমিশনের কিছু্ই করার থাকবে না।
২০২৪ সালের জানুয়ারিতে হবে দ্বাদশ সংসদ নির্বাচন। এবার দেড়শ আসনে ইভিএমে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি।
তবে যে সংখ্যক ইভিএম কমিশনের হাতে রয়েছে তাতে ৭০ থেকে ৮০ আসনে ভোট করা সম্ভব। দেড়শ আসনে করতে প্রয়োজন আরও দুই লাখ ইভিএম, জনবল দরকার অন্তত ১৩শ। সেজন্য ৮ হাজার সাতশ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব দিয়েছে কমিশন। অক্টোবরে দেওয়া হলেও এখনও তা বরাদ্দ হয়নি।
প্রকল্প পরিচালক কর্নেল রাকিবুল হাসান বলেছেন, নভেম্বরে বরাদ্দ পাওয়া গেলে কাজ সহজ হত। জানুয়ারির মধ্যে না হলে দেড়শ আসনে ইভিএমে ভোট কঠিন হবে।
এ ছাড়া নতুন ও পুরনো ইভিএম রক্ষণাবেক্ষণের জন্য যে লোকবল চাওয়া হয়েছিল তাও পায়নি কমিশন।
প্রকল্প পাস না হলে ৭০ থেকে ৮০ আসনেই ইভিএমে ভোট হবে বলে জানিয়েছে কমিশন।