রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ইউক্রেনে 'ন্যাটো ব্লক'কে পরাজিত করতে পারবে না বলে জানিয়েছেন দেশটির দোনেৎস্ক অঞ্চলে রুশ মিলিশিয়ার কমান্ডার আলেকজান্ডার খোদাকভস্কি।
মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে রুশ কমান্ডার এসব কথা বলেন। খবর সিএনএনের।
তিনি বলেন, মস্কোর সম্পদ সীমিত। এটি দিয়ে দীর্ঘস্থায়ী লড়াই করা সম্ভব না।
তিনি আরও দাবি করেছেন, রাশিয়া এখন পুরো পশ্চিমাবিশ্বের সঙ্গে লড়াই করছে, তাই ইউক্রেন যুদ্ধের পরবর্তী বৃদ্ধি শুধু একটি হতে পারে, সেটি হচ্ছে পারমাণবিক।
খোদাকভস্কি বলেন, আমাদের কাছে প্রচলিত উপায়ে ন্যাটো ব্লককে পরাজিত করার সম্পদ নেই। তবে এর জন্য আমাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে।
খোদাকভস্কির মন্তব্যে ক্রেমলিন প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
গত সপ্তাহে, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন পারমাণবিক যুদ্ধের ক্রমবর্ধমান হুমকির বিষয়ে সতর্ক করেছিলেন, তবে বলেছিলেন যে তিনি রাশিয়ান পারমাণবিক অস্ত্রাগারকে উসকানির পরিবর্তে একটি প্রতিবন্ধক হিসাবে দেখেন।