Can't found in the image content. নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২

নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
ইবি প্রতিনিধি: সারাদেশজুড়ে বিএনপি-জামায়াতের অরাজকতা, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বোমাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে কয়েকশতাধিক ছাত্রলীগ নেতা-কর্মীর উপস্থিটিতে মিছিলটি শুরু হয়। এসময় মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় টেন্টে এসে সমবেত হয়।

এ সময় ইবি শাখা ছাত্রলীগ সভাপতি মোঃ ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, তারেক রহমান লন্ডনে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে। এছাড়াও তিনি জামায়াত শিবিরকে হুশিয়ার করে বলেন, এ বিশ্ববিদ্যালয়ে কোনরকম পড়াশোনার ব্যাঘাত সৃষ্টি করার সামান্য পরিমাণ চেষ্টা করলে এ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।