ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

১৮ থেকে ২৫ বছর বয়সীদের বিনামূল্যে কনডম বিতরণ করবে ফ্রান্স!

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২

১৮ থেকে ২৫ বছর বয়সীদের বিনামূল্যে কনডম বিতরণ করবে ফ্রান্স!
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাক্রোঁন বলেছেন, যুবকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করতে বিনামূল্যে কনডম সরবরাহ করা হবে। গত বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

নির্দেশনা অনুযায়ী দেশটির প্রতিটি ফার্মাসিতে কনডম রাখা হবে। ১৮ থেকে ২৫ বছর বয়সীরা এটি বিনামূল্যে নিতে পারবেন। 

অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করতে এটি একটি ছোট বিপ্লব বলে মন্তব্য করেন ম্যাক্রোঁন। ফ্রান্সের পশ্চিমাঞ্চলের ফন্টেইন লে কমতে তরুণদের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক আলোচনাকালে তিনি এ ঘোষণা দেন। 

চলতি বছর ফ্রান্স সরকার ২৫ বছরের কম বয়সী মেয়েদের বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের সুবিধা চালু করে। এছাড়া ১৮ বছর বয়সীদের জন্য আরও একটি স্কিম বৃদ্ধি করার আশ্বাস দেওয়া হয়। 

ফ্রান্সে জাতীয় স্বাস্থ্য সেবার নিয়ম অনুযায়ী ডাক্তার কিংবা একজন মিডওয়াইফ রোগীদের কনডম সরবরাহ করে থাকেন। কারণ এটি এইডসসহ অন্যান্য যৌনবাহিত রোগ প্রতিরোধে সহায়তা করে। 

ওই সভায় ম্যাক্রোঁন আরো বলেন, যদিও যৌন শিক্ষা আমাদের মাঝে অনেকেই পছন্দ করেন না। কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। এজন্য আমাদের শিক্ষকদের আরো অধিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।