Can't found in the image content. ২৪ ডিসেম্বরের আগে ছাত্রলীগের নতুন কমিটি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

২৪ ডিসেম্বরের আগে ছাত্রলীগের নতুন কমিটি

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ৬, ২০২২

২৪ ডিসেম্বরের আগে ছাত্রলীগের নতুন কমিটি
বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি আগামী ২৪ ডিসেম্বরের আগেই ঘোষণা করা হবে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও দেওয়া হবে। আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলনের প্রথম অধিবেশন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেন।

কাদের বলেন, আজকের প্রথম অধিবেশন শেষ হলো। দ্বিতীয় অধিবেশন বিকেল ৩টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হবে। সেখানে প্রার্থীর নাম প্রস্তাব ও পাসের পর তার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কাছে যাবে। সেখানে প্রধানমন্ত্রী তাদের সিভি যাচাই-বাচাই করে সিদ্ধান্ত নেবেন।