Can't found in the image content. ওয়াসার এমডির নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ওয়াসার এমডির নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আদালত প্রতিবেদক | আপডেট: রবিবার, ডিসেম্বর ৪, ২০২২

ওয়াসার এমডির নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে রিট আবেদনটির অনুমতি নেওয়া হয়।

রিটে অভিযোগ করা হয়েছে, ওয়াসার এমডি তাসকিন এ খান জাল-জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন।