Can't found in the image content. চীনের সঙ্গে ব্রিটেনের স্বর্ণযুগের সম্পর্ক শেষ হয়েছে: ঋষি সুনাক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

চীনের সঙ্গে ব্রিটেনের স্বর্ণযুগের সম্পর্ক শেষ হয়েছে: ঋষি সুনাক

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২

চীনের সঙ্গে ব্রিটেনের স্বর্ণযুগের সম্পর্ক শেষ হয়েছে: ঋষি সুনাক
বিবিসির সাংবাদিককে পেটানোর পর চটেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেন, এ ঘটনার মাধ্যমে চীন ও যুক্তরাজ্যের সম্পর্ক চ্যালেঞ্জের মুখে পড়েছে। গতকাল চীনের সাংহাইতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের নিউজ সংগ্রহ করতে গেলে এ সময় পুলিশের হাতে বিবিসির সাংবাদিক মারধরের শিকান হন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। খবর আল জাজিরা। 

বৈদেশিক নীতি নিয়ে এই প্রথম মুখ খুলেছেন সুনাক। তিনি বলেন, চীনের সঙ্গে তথাকথিত যে স্বর্ণযুগের সম্পর্ক তা শেষ হয়েছে।

লন্ডনের লর্ড মেয়রের এক ভোজসভায় তিনি বলেন, চীনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। কারণ চীন তার সমস্ত প্রভাব খাটিয়ে বিশ্বব্যাপী প্রভাব বিস্তারে কাজ করে যাচ্ছে। সুতরাং পরিষ্কার করে বলতে হচ্ছে স্বর্ণ যুগের সময় পার হয়ে গেছে। যদি আমরা চীনের সঙ্গে সম্পর্কের আগের ধারা চিন্তা করি তাহলে সেটি আমাদের সামাজিক, রাজনৈতিক এবং ব্যবসায়ীক ধারায় প্রভাব ফেলবে। 

সুনাক বলেন, তার সরকার ইন্দো প্যাসিফিক মিত্রদের সঙ্গে বাণিজ্য এবং নিরাপত্তাকে গুরুত্ব দিবে। তিনি আরও যোগ করেন, এই অঞ্চলে অর্থনীতি এবং নিরাপত্তা এখন দৃশ্যমান। 

সুনাকের কনজারভেটিভ পার্টির কেউ কেউ প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন, তাকে তার পূর্বসূরি লিজ ট্রাসের চেয়ে চীনের প্রতি কম কটূক্তি হিসাবে বিবেচনা করেছেন। 

প্রধানমন্ত্রীর দৌড়ে তিনি যখন লিজ ট্রাসের সঙ্গে প্রতিযোগিতা করেন তখন তিনি ঘোষণা দেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারলে চীনের বিরুদ্ধে তিনি কঠোর হবে। কারণ এশিয়ান পরাশক্তিকে দেশীয় এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য চীন তিনি হুমকি মনে করেন।