Can't found in the image content. ক্যামেরুনে শেষকৃত্যানুষ্ঠানে ভূমিধস, নিহত ১৪ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ক্যামেরুনে শেষকৃত্যানুষ্ঠানে ভূমিধস, নিহত ১৪

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, নভেম্বর ২৮, ২০২২

ক্যামেরুনে শেষকৃত্যানুষ্ঠানে ভূমিধস, নিহত ১৪
ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে ভূমিধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গভর্নর জানান, তারা একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়। এ সময় ভূমিধসের এ ঘটনা ঘটে।  খবর দ্য নিউইয়র্ক টাইমস। 

ক্যামেরুনের কেন্দ্রীয় গভর্নর নাসিরি পাওয়ের বি জানান, মাটির নিচে আর কেউ চাপা পড়ে আছে কিনা তা নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় একটি ফুটবল মাঠে বহু লোক অন্ত্যেষ্টিক্রিয়া অংশ নেয়। তাদের পাশেই ৬০ ফুটের মতো উঁচু একটি বেড়িবাঁধ ছিল। হঠাৎ করে সেটি তাদের ওপর ধসে পড়ে। এতে তাদের মৃত্যু হয়। 

রাজধানী ইয়াউন্ডে প্রায় ১৮ লাখ মানুষের বসবাস। আফ্রিকার এই শহরটি ব্যাপক আর্দ্র। অধিকাংশ সময়ই বৃষ্টি হয়। এছাড়া শহরটি উঁচু উঁচু টিলাবেষ্টিত। ফলে প্রায় সময়ই ভূমিধসের ঘটনা ঘটে। এছাড়া অতিরিক্ত ‍বৃষ্টিপাতের ফলে প্রায় সময়ই বন্যা দেখা দেয়।   

গত মাসে প্রতিবেশী নাইজেরিয়া এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল। এতে শত শত মানুষের মৃত্যু এবং দুই লাখ ঘরবাড়ি আংশিকভাবে ধ্বংস হয়ে যায়।