Can't found in the image content. গুগলে ক্লাউড শেয়ারিং আরও সহজ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪ |

EN

গুগলে ক্লাউড শেয়ারিং আরও সহজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২

গুগলে ক্লাউড শেয়ারিং আরও সহজ
প্রযুক্তি জায়ান্ট গুগল, ড্রাইভসেবা ব্যবহারকারীদের জন্য আরও সহজ শেয়ারের অপশন নিয়ে এসেছে। এখন থেকে নিয়মিত যাদের সঙ্গে যোগাযোগ হয়, ড্রাইভের ‘শেয়ার শিট’ সাজেশন হিসাবে সরাসরি তাদের নাম দেখাবে। গুগল নিজস্ব ক্লাউড প্ল্যাটফরমে নতুন এ ফিচারটি সম্পর্কে জানিয়েছে সাম্প্রতিক এক ব্লগ পোস্টে।

এটি কার্যকর হচ্ছে ১৯ নভেম্বর থেকেই। প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার জানিয়েছে, উৎপাদনশীলতা আর সহযোগিতা বাড়াতে ‘সাজেস্টেড কনটাক্টস’ ফিচারটি এনেছে গুগল ওয়ার্কস্পেস। আগে যে ঘরে প্রাপকের নাম বা ইমেইলের ঠিকানা লিখে দিতে হতো, সেখানে মাউস বসিয়ে ক্লিক করলেই সহকর্মী বা বন্ধুদের নাম ‘সাজেশন’ আকারে আসবে।

গুগল ইতোমধ্যেই নতুন ফিচারটি ‘ওয়ার্কস্পেস’ এবং ‘লিগেসি জি স্যুট’ অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য চালু করার প্রক্রিয়া শুরু করেছে। তবে ফিচারটি সব ব্যবহারকারীর হাতের নাগালে পৌঁছাতে অন্তত সপ্তাহ দুয়েক সময় লাগবে। ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এ মুহূর্তে নতুন ফিচারটির বাড়তি সুবিধা পাবেন না বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। নতুন আপডেট ছাড়াও গুগল কয়েক সপ্তাহ ধরেই ‘শেয়ার শিট’-এ ছোটখাটো কিছু পরিবর্তন এনেছে।