ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের নয় তলা থেকে পড়ে এক শিক্ষার্থী মারা গেছেন।
২৩ নভেম্বর (বুধবার) সকাল ১০ টায় এই ঘটনা ঘটে। ঐ শিক্ষার্থীর নাম লিমন কুমার রায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের তৃতীয় বর্ষের (২৬ তম ব্যাচের) শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নীলফামারি।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তবে মৃত্যুর আসল কারণ এখনো জানা যায়নি। হলের ছাত্ররা বলছেন এটি আত্নহত্যা। যার পেছনে আর্থিক অসচ্ছলতাকে দায়ী করা হচ্ছে।
তার পরিচিতজনেরা জানান, যে তিনি সর্বদাই একজন হাসিখুশি ব্যক্তি ছিলেন। এছাড়া তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কন্টেন্টভিত্তিক ভিডিও আপলোড করতেন।
ঢাবি ছাত্রলীগ কর্মী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী হাসিবুল হাসান হাসিব বলেন, "খোঁজ নিয়ে দেখবেন ওর কোনো বন্ধু ছিল না।"
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রিপন চন্দ্র রায় জানান, "এইতো গতকাল রাতেই কথা হলো তার সাথে....
আজও সকালে স্নান শেষে বেলকনিতে যখন গামছা মেলে দিতে গেছিলাম তখনও তার সাথে দেখা (পাশের রুমেই থাকতো)
আর এখন শুনি সে আর নাই।"
লিমন করোনার লকডাউনের সময়ে তাঁর গ্রামের দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে গড়ে তুলেছে একটি পাঠশালা। সেখানে তিনি বিনামূল্যে মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত পড়িয়েছেন।