ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
অন্তত ২০ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে এখনও পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
প্রাথমিকভাবে ভূমিকম্পটির কেন্দ্রস্থল থেকে উপকূলের অন্তত ৩০০ কিলোমিটার এলাকায় সুনামি সতর্কতা জারির ঘোষণা দেয় কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর দফতর থেকে উপদ্রুত এলাকার লোকজনকে অপেক্ষাকৃত উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে অবশ্য সুনামির হুমকি অনেকাংশে কেটে গেছে বলে জানায় প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র।
ইন্দোনেশিয়ায় প্রলয়ঙ্করী ভূমিকম্পে ১৬২ জনের মৃত্যুর পর মঙ্গলবার সলোমন দ্বীপপুঞ্জে এ ভূমিকম্পের খবর এলো।