পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে জাতিসংঘে তিনবার ভেটো শক্তি প্রয়োগ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। এ কারণে আমাদের স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ ছিল রাশিয়া।
সোমবার (২১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ঢাকা সফর বাতিল প্রসঙ্গে জানতে চাইলে এ কে আব্দুল মোমেন বলেন, ‘রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজাখস্তানে দেখা হয়েছিল। তাকে আগেও বলেছি, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় রাশিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সোভিয়েত ইউনিয়ন তিনবার আমাদের স্বপক্ষে ভেটো দিয়েছে। কিন্তু রাশিয়ার কোনও পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশে আসেননি, রাষ্ট্রপতিও আসেননি। তার সঙ্গে আমার যখন দেখা হয়, আমি বাংলাদেশে আসার অনুরোধ করি।’
সুবিধাজনক সময়ে আমরা আলাপ করবো মন্তব্য করে তিনি বলেন, ‘রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি আমাদের জানায়, তাদের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন। তার সফরসূচিতে সময় অল্প কিন্তু তারপরও তিনি আসবেন। স্বাভাবিকভাবে এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানালাম। কিন্তু শেষ মুহূর্তে তিনি জানিয়েছেন– আসতে পারবেন না। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফোনে আমাদের সঙ্গে আলাপ করবে। আমরা সেটিতে রাজি হয়েছি। দুই পক্ষের সুবিধাজনক সময়ে আমরা আলাপ করবো।’
কবে আলাপ হবে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি তারা ঠিক করবেন। এমন একটি সময় এটি করা হবে, যেটি তাদের ও আমাদের জন্য সহজ হবে।’