যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের স্প্রিংসে একটি সমকামী নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন। শনিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় রাতে স্প্রিংসের ‘ক্লাব কিউ’ নামে একটি সমকামী নাইটক্লাবে এ ঘটনা ঘটে। খবর বিবিসি।
বন্দুক হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে শনাক্ত করার কথা জানিয়েছেন কলোরাডো স্প্রিংস পুলিশের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো। সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে নিরাপত্তা হেফাজতে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ক্লাব কিউ জানিয়েছে, ‘আমাদের সম্প্রদায়ের ওপর এটি একটি অমানবিক হামলা।’ বিবৃতিতে ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ক্লাবটি।
এদিকে এ হামলার পর নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এ ঘটনা বরদাস্ত করা হবে না।
গুলির ঘটনার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।
কলোরাডো স্প্রিংসের ফায়ার ক্যাপ্টেন মাইক স্মাল্ডিনো বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।