ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

বাঞ্ছারামপুরকে অশান্ত করার চেষ্টা করলে, ছাড় দেওয়া হবে না: ক্যাপ্টেন তাজ

উপজেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, নভেম্বর ২০, ২০২২

বাঞ্ছারামপুরকে অশান্ত করার চেষ্টা করলে, ছাড় দেওয়া হবে না: ক্যাপ্টেন তাজ
পুলিশের সাথে সংঘর্ষে ছাত্রদল নেতা নয়নের মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশ শেষে এই কথা বলেন স্থানীয় এমপি ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন তাজ। 

গতকাল (১৯ তারিখ) রোজ রবিবার বিকালে কুমিল্লা বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণের সময়ে পুলিশের সাথে সংঘর্ষে গুলিতে নিয়তে হয় সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ- সভাপতি নয়ন মিয়া। গুলিতে গুরুতর আহত হলে, সন্ধ্যায় নিয়ে আসা হয় রাজধানীর ঢাকা মেডিকেল হাসপাতালে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আহত নয়ন মিয়াকে মৃত বলে ঘোষণা দেন। 

নয়নের মৃত্যুর প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আজ সোমবার সারাদেশ ব্যাপী বিক্ষোভ কর্মসূচি দেয়।

কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচি প্রতিরোধে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি জামায়াতের সন্ত্রাস বিরোধী মিছিল করে। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় স্থানীয় এমপি ক্যাপ্টেন তাজ বলেন,শান্ত বাঞ্ছারামপুরকে অশান্ত করার চেষ্টা করলে, কাউকে ছাড় দেয়া হবে না। কঠোর হস্তে দমন করা হবে। এতদিন বিএনপিকে ছাড় দিয়ে আসছি,অনেক ধৈর্য ধরে ছিলাম।  এখন আর কাউকে ছাড় দেয়া হবে না। তাছাড়া নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,সহ- সভাপতি সায়েদুল হক ভূইয়া বকুল,যুগ্ম সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।