ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, এপ্রিল ২০, ২০২৪ |

EN

বাজার মূলধন কমেছে ৫ হাজার ৯৫৪ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক | আপডেট: শনিবার, নভেম্বর ১৯, ২০২২

বাজার মূলধন কমেছে ৫ হাজার ৯৫৪ কোটি টাকা
দেশের শেয়ারবাজার গেলো সপ্তাহ কেটেছে নেতিবাচক ধারায়। এ সময় বাজারে লেনদেন, সূচক কমেছে। আলোচ্য সময়ে বাজার মূলধন কমেছে ৫ হাজার ৯৫৪ কোটি ৩৯ লাখ ১৯ হাজার টাকা।

শনিবার (১৯ নভেম্বর) সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭১ হাজার ৫৫৬ কোটি ২ লাখ ২৯ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৭ হাজার ৭৯ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪ হাজার ৪৭৬ কোটি ৩ লাখ ১৯ হাজার টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৪৯ হাজার ২৯৭ কোটি ৮২ লাখ টাকা। সপ্তাহের শুরুতে সিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫০ হাজার ৭৭৬ কোটি ১৮ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ হাজার ৪৭৮ কোটি ৩৬ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে বা পুরো শেয়ারবাজারে বাজার মূলধন কমেছে ৫ হাজার ৯৫৪ কোটি ৩৯ লাখ ১৯ হাজার টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৭ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরীয়াহ সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৬ পয়েন্ট কমে ২ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ৩ হাজার ২০ কোটি ১ লাখ ৮৪ হাজার টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৮২২ কোটি ৩০ লাখ ৭৬ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২ হাজার ৮০২ কোটি ২৮ লাখ ৯২ হাজার টাকা।

গেলো সপ্তাহে ডিএসইতে ৩৮৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৪৪টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

সিএসইতে গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৪০ লাখ ৬২ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৪ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার টাকা। আলোচ্য সময়ে লেনদেন কমেছে ৫৮ কোটি ১৭ লাখ ২৭ হাজার টাকা।

গেলো সপ্তাহে সিএসইতে ২৭৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৩২টির, কমেছে ৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭২টির শেয়ার ও ইউনিট দর।

এদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭০ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৯২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ১৬২ পয়েন্ট কমে ১১ হাজার ৮১ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৯৮ পয়েন্ট কমে ১৩ হাজার ২৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।