Can't found in the image content. ‘যেখানেই সন্ত্রাস হবে, সেখানে প্রতিহত করা হবে’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

‘যেখানেই সন্ত্রাস হবে, সেখানে প্রতিহত করা হবে’

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২

‘যেখানেই সন্ত্রাস হবে, সেখানে প্রতিহত করা হবে’
যেখানেই সন্ত্রাস হবে, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

নাছিম বলেন, আগের মতো অগ্নিসন্ত্রাস করার পাঁয়তারা করা হচ্ছে। এদের রুখে দেওয়ার জন্য দলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে। প্রস্তুত থাকবে।

তিনি বলেন, আওয়ামী লীগ জনতার ও মাঠ-ময়দানে আন্দোলন সংগ্রামের দল। আওয়ামী লীগ শান্তি সৃষ্টি করে। আর অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সবসময় কাজ করে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, যারা মানুষের জীবনকে লাশ বানিয়ে ফায়দা লুটতে চাইবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।

নাছিম বলেন, বিএনপি-জামায়াতের নেতারা কি করছে, কি করবে? এটা নিয়ে আমরা মাথা ঘামাই না। তবে জনসভার নামে নৈরাজ্য সৃষ্টি করলে বাংলাদেশের মানুষ এর জবাব দিতে পারে এবং দিয়েছে। আগামীতেও এমনটা করতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক থাকবে।