Can't found in the image content. পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা বললেন বাইডেন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা বললেন বাইডেন

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বুধবার, নভেম্বর ১৬, ২০২২

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা বললেন বাইডেন
ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডে একটি রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। এরপর জরুরি বৈঠকে বসেন ন্যাটোর শীর্ষ নেতারা। 

বুধবার (১৬ নভেম্বর) ন্যাটোর জরুরি মিটিং শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে ছোঁড়া নাও হতে পারে।

তিনি এ কথা জানান। এর আগে মঙ্গলবার দেশটির সীমানায় এ হামলা হয়।

জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করায় বিশ্ব নেতারা এখন ইন্দোনেশিয়ার বালিতে অবস্থান করছেন। পোল্যান্ডে বিস্ফোরণের পর বাইডেন নিজেই জরুরি এ বৈঠকের আহ্বান জানান।

বৈঠকে ন্যাটোভুক্ত দেশ জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি, ফ্রান্স এবং ব্রিটেন অংশ নেয়। এছাড়াও ন্যাটোভুক্ত দেশ না হয়েও জাপান এবং ইউ-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সূত্র: রয়টার্স