ছাত্র অধিকার পরিষদের ১৫ জন ছাত্রনেতার জামিন মঞ্জুর করেন বিজ্ঞ ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোছা. বিলকিছ আক্তারের আদালত।
সোমবার দুপুরে মামলার শুনানীতে অংশগ্রহণ আইনজীবী অধিকার পরিষদের আইনজীবীগণ অংশ নেন।
জামিনের বিষয়টা নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
জামিনপ্রাপ্তরা হলেন মো. আরিফুল ইসলাম, মো: তসলিম হোসাইন অভি, তাওহীদুল ইসলাম তুহিন, মামনুর রশিদ, নাজমুল হাসান, এইচ এম রুবেল হোসেন, ইউসুফ হোসেন, মিজান উদ্দিন, মো ওমর ফারুক জিহাদ, মো. আবু কাউছার, মোয়াজ্জেম হোসেন রনি, শাহ ওয়ালিউল্লাহ, মো. রাকিব, সাজ্জাদ হোসেন পারভেজ এবং মো: রাকিব।
গত ৭ অক্টোবর ঢাকা মেডিকেল থেকে এদের আটক করে পুলিশ।
আবু হানিফ জানান, আজকে ১ মামলা জামিন হয়েছে, আরেক মামলার শুনানি ২০ তারিখ। শুনানিতে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট এরশাদ সিদ্দিকী, অ্যাডভোকেট পারভেজ, অ্যাডভোকেট আবুল বাসার, অ্যাডভোকেট হাবিবুর রহমান প্রমুখ।