Can't found in the image content. খেরসনের ৩ লাখ মানুষ পুরোপুরি বিদ্যুৎহীন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

খেরসনের ৩ লাখ মানুষ পুরোপুরি বিদ্যুৎহীন

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২

খেরসনের ৩ লাখ মানুষ পুরোপুরি বিদ্যুৎহীন
ইউক্রেনের রকেট হামলায় রুশনিয়ন্ত্রিত খেরসন অঞ্চলের বারিসলাভ-কাখোভকা মহাসড়কের তিনটি হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের পিলার ভেঙে পড়ে।

এতেই খেরসন শহরের দুই লাখ ৮০ হাজার মানুষ অধ্যুষিত এলাকা পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর আলজাজিরার।

ফেব্রুয়ারিতে রুশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে যাওয়ার পর প্রথমবারের মতো এমন তীব্র বিদ্যুৎ সংকটে পড়ল খেরসন।

অক্টোবর মাসে রুশ অধিকৃত ইউক্রেনের চারটি অঞ্চলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত এলাকা এটি।

খেরসনে নিয়োগকৃত রুশ গভর্নর ভ্লাদিমির সালদো বলেন, অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান ও ইঞ্জিনিয়াররা দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎসংযোগ চালু করার কাজ করছেন। স্থানীয় বাসিন্দাদের ধৈর্য ধরার অনুরোধ করা হয়েছে।

ইউক্রেনীয় সেনাবাহিনীর হামলার মুখে গত সপ্তাহ থেকে খেরসনের বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে শুরু করে রাশিয়া। সেই সময় পুতিন প্রশাসন বলেছিল— শত্রুদের বিরুদ্ধে রুশ বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানোর কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে রোববার রাশিয়া দাবি করে— ইউক্রেনীয় বাহিনীর রকেট হামলায় খেরসনের কাখোভকা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন স্থানীয় সময় রাত ১টার দিকে যুক্তরাষ্ট্রের তৈরি হিমারস রকেট সিস্টেমের মাধ্যমে ছয়টি মিসাইল ছোড়ে ইউক্রেন।

সেগুলোর মধ্যে পাঁচটিকে ভূপাতিত করে রুশ বিমানবাহিনী। বাকি একটি বাঁধে আঘাত হানে।

অক্টোবর থেকেই রাশিয়া ও ইউক্রেন একে অপরের বিরুদ্ধে কাখোভকা বাঁধ ভাঙার পরিকল্পনার অভিযোগ জানিয়ে আসছিল।