Can't found in the image content. রংপুর সিটি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

রংপুর সিটি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, নভেম্বর ৭, ২০২২

রংপুর সিটি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা
রংপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৭ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (৭ নভেম্বর) এ তফসিল ঘোষণা করা হয়। 

তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। বাছাই ১ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ করা হবে ৯ ডিসেম্বর। 

২০৫ দশমিক ৭০ বর্গকিলোমিটার আয়তনের রংপুর সিটি করপোরেশনের লোকসংখ্যা প্রায় ৮ লাখ। এ সিটিতে ভোটারের সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার। ২০১২ সালের ২৮ জুন এ সিটি গঠিত হয়।

সর্বশেষ রংপুর নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ২১ ডিসেম্বর। ২০১৭ সালের এই সিটির পুরো নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছিল ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।