Can't found in the image content. বাংলাদেশ ব্যাংকের অফিসার পদের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বাংলাদেশ ব্যাংকের অফিসার পদের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

চাকরি ডেস্ক | আপডেট: সোমবার, নভেম্বর ৭, ২০২২

বাংলাদেশ ব্যাংকের অফিসার পদের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। এক বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে আগামী ২ ডিসেম্বর ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে অফিসার (জেনারেল) পদে নিয়োগের লক্ষ্যে গত বছরের ১৫ মার্চে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। 

এ বিজ্ঞপ্তিতে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীদের প্রিলি (এমসিকিউ) আগামী ২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়েছে, পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, কেন্দ্রভিত্তিক আসন নিতে এবং পরীক্ষা-সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।