Can't found in the image content. গিনিতে বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ২৪ জন নিহত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

গিনিতে বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ২৪ জন নিহত

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, নভেম্বর ৭, ২০২২

গিনিতে বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ২৪ জন নিহত

ছবি: সংগৃহীত

পশ্চিম গিনিতে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রোববার (৬ নভেম্বর) আফ্রিকার দেশ গিনির চতুর্থ বৃহত্তম শহর কিন্ডিয়ার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। খবর এফএমটি।

এএফপির বরাত দিয়ে এফএমটি জানায়, বাসটি রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ-পশ্চিমের ফারানাহর দিকে যাচ্ছিল। 

স্থানীয় কর্মকর্তা কাবিনেট কাকে বলেন, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ফাওলি সৌমাহ বলেন, মৃতদেহগুলো চেনা যাচ্ছে। 

জানা যায়, খারাপ রাস্তা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে গিনিতে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে দেশটিতে এক মিনিবাস দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়।