ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

নির্বাচন নিয়ে ইসির অবজারভেশন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, নভেম্বর ৬, ২০২২

নির্বাচন নিয়ে ইসির অবজারভেশন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি
নির্বাচনে পুলিশের দায়িত্ব পালন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কোনো অবজারভেশন থাকলে সে অনুযায়ী বাংলাদেশ পুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 

তিনি বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। এই নীতির আলোকে আমরা কাজ করছি। বাংলাদেশ পুলিশের যেকোনো অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সক্ষমতা রয়েছে।’

শনিবার সকালে সিলেট নগরীর রিকাবিবাজার বিভাগীয় পুলিশ হাসপাতাল ভবনের ৩য়, ৪র্থ তলা ও মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ৬ তলা ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গুজব ছড়ানোর বিষয়ে আইজিপি বলেন, ‘গুজবের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। গুজব ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বতর্মান সরকারের আমলে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বেড়েছে। পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ, সিলেট জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। 

২০১৭ সালে ২৫ মার্চ সিলেট মহানগরের মোগলাবাজার থানাধীন শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’-এ জঙ্গিবিরোধী অভিযানে দায়িত্ব পালনকালে হঠাৎ বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) চৌধুরী মোহাম্মদ আবু কয়ছর। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে তিনি মারা যান। বাংলাদেশ পুলিশ ২০১৮ সালে তাকে বিপিএম পদকে ভূষিত করে। তার নামানুসারেই নবনির্মিত ফোর্স ব্যারাক ভবনের নাম শহীদ পুলিশ পরিদর্শক চৌধুরী মোহাম্মদ আবু কয়ছর বিপিএম। 

চৌধুরী আবদুল্লাহ আল মামুন আইজিপির দায়িত্ব গ্রহণের পর সিলেটে প্রথমবার সফরে আসা উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর পুলিশ এক সুধী সমাবেশের আয়োজন করে।