Can't found in the image content. রংপুর সিটি করপোরেশন নির্বাচন ২৭ ডিসেম্বর | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

রংপুর সিটি করপোরেশন নির্বাচন ২৭ ডিসেম্বর

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২

রংপুর সিটি করপোরেশন নির্বাচন ২৭ ডিসেম্বর
রংপুর সিটি করপোরেশন নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে সব কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচন কমিশনের উদ্যোগে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সব ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

কোনো ধরনের বিরতি ছাড়াই ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলেও জানান ইসি সচিব।