ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ই-অরেঞ্জ নিয়ে বিএফআইইউ রিপোর্ট দায়সারা: হাইকোর্ট

আদালত প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২

ই-অরেঞ্জ নিয়ে বিএফআইইউ রিপোর্ট দায়সারা: হাইকোর্ট

ফাইল ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রতারণা নিয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) রিপোর্টকে দায়সারা রিপোর্ট উল্লেখ করে তাতে অসন্তোষ প্রকাশ করে ফের যথাযথভাবে প্রতিবেদনের দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে ই-অরেঞ্জের প্রতিষ্ঠাতা সোনিয়া মেহজাবীনের ভাই বরখাস্ত পুলিশ পরিদর্শক শেখ সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আগামী ৩০ দিনের মধ্যে অভিযোগের বিষয়টি সুনির্দিষ্ট করে ফের প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। 

ই-অরেঞ্জের প্রতিষ্ঠাতা সোনিয়া মেহজাবীন তার স্বজনদের নিয়ে একাই সরিয়েছেন সাড়ে ১৮ কোটি টাকা এমন অভিযোগ উল্লেখ করে গতকাল বুধবার প্রতিবেদন দাখিল করে বিএফআইইউ। 

ওই প্রতিবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।