নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ভূইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি নৌকা প্রতীকে ৩ হাজার ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মোঃ ফখরুল ইসলাম খান হেভেন আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৫৫ ভোট।
ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ১৬ হাজার ৫৬১ জন ভোটার রয়েছেন। এরি মধ্যে ১০ হাজার ৪৭১ জন ভোটার ভোট প্রদান করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল জানান, অবাধ ও সুষ্ঠু ভাবে ইভিএম পদ্ধতিতে নায়েকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ভূইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ।
এর আগে ২০২২ সালের ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নায়েকপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে হাবিবুর রহমান (হবু মাতুব্বর) নির্বাচিত হয়। তিনি ২০২২ সালের ২১ জুলাই সড়ক দূর্ঘটনায় আহত হয়। পরে ২৪ জুলাই চিকিৎসাধীন অবস্থা মারা গেলে চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করা হয়।