Can't found in the image content. ধনবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ জন গ্রেপ্তার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ধনবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ জন গ্রেপ্তার

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: বুধবার, নভেম্বর ২, ২০২২

ধনবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ জন গ্রেপ্তার
টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) এইচ এম জসিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ধনবাড়ী থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১ নভেম্বর২২) রাতে ধনবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলার একজন সাজাপ্রাপ্ত ও ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর শহরের দর্জি পট্টি’র মৃত আলী আহমেদের ছেলে আনোয়ার হোসেন ভূলন(৪০), কালিপুর গ্রামের আতিকুলের ছেলে কারিমুল ইসলাম(২৮) ও পাইস্কা ইউনিয়নের সেনবাড়ী গ্রামের আ: জলিল মন্ডলের ছেলে রুমান(৩২), কয়ড়া গ্রামের হাছেন আলীর ছেলে রিপন মিয়া(৩০), ও বলিভদ্র ইউনিয়নের ইসপিঞ্জারপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে শাহ আলম(৩১)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এইচ এম জসিম উদ্দিন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে থানা এলাকায় অভিযান পরিচালনা করে একজন সাজাপ্রাপ্ত ও ৪ জন ওয়ারেন্টভূক্ত  সহ মোট ৫ জন আসামীকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।