Can't found in the image content. নয়াপল্টনে চলছে বিএনপির প্রতিবাদ সমাবেশ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

নয়াপল্টনে চলছে বিএনপির প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, নভেম্বর ২, ২০২২

নয়াপল্টনে চলছে বিএনপির প্রতিবাদ সমাবেশ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রতিবাদী সমাবেশ শুরু হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি'র উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার বেলা ২টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ শুরু হয়।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

সমাবেশের সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহবায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনায় রয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।

দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। এসময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সরকার বিরোধী নানা স্রোগান দেন তারা।

সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাইকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।