পুলিশ কমিশনারের মিছিল বা সমাবেশ নিষিদ্ধ করার ক্ষমতা সংক্রান্ত বিধান কেন অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত।
আজ রোববার সকালে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
এক রিট আবেদনের শুনানি নিয়ে গত বৃহস্পতিবার একই বেঞ্চ আজ আদেশের জন্য দিন নির্ধারণ করেছিলেন।
আগামী ৪ সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে যে, ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ এর ২৯ ও ১০৫ ধারায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ করার ক্ষমতা কেন অবৈধ ও পরিপন্থি ঘোষণা করা হবে না।
গত ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মোমেন চৌধুরী ও কেএম জাবির, চাঁদপুরের আইনজীবী সেলিম আকবর এবং ঢাকার বাসিন্দা শাহ নুরুজ্জামান ও মোহাম্মদ ইয়াসিন সমন্বিতভাবে জনস্বার্থে রিট আবেদনটি করেছিলেন। রিট আবেদনের তারা উল্লেখ করেন, পুলিশ অধ্যাদেশের ২৯ ও ১০৫ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানের ৩৭ অনুচ্ছেদ নাগরিকের মিছিল-সমাবেশ স্বাধীনতা নিশ্চিত করেছে।