ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

ইউক্রেনকে ২৭৫ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, অক্টোবর ২৯, ২০২২

ইউক্রেনকে ২৭৫ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তিগত সুবিধা দেওয়ার জন্য ৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে যুক্তরাষ্ট্র।




যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর পেন্টাগন শুক্রবার এ ঘোষণা দিয়েছে। খবর আনাদোলুর।



একইসঙ্গে কিয়েভকে ২৭৫ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।


এ অর্থ দিয়ে ইউক্রেন মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিমার্সসহ অত্যাধুনিক সমরাস্ত্র কিনবে।

পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং এসব তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে স্টারলিংক ডিভাইসের মাধ্যমে স্যাটেলাইট ইমেজ পাচ্ছে ইউক্রেন।



যুদ্ধে তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক সুবিধা দিতে ইউক্রেনের জন্য আরও চারটি স্যাটেলাইট পাঠাতে চাইছে যুক্তরাষ্ট্র।