ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, এপ্রিল ২০, ২০২৪ |

EN

পূর্বাচলের জমি নিতে অপারগতার তথ্য সঠিক নয়: ঢাবি

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২

পূর্বাচলের জমি নিতে অপারগতার তথ্য সঠিক নয়: ঢাবি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বরাদ্দ করা পূর্বাচলের ৫২ একর জমি নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অপরাগতা প্রকাশ করেছে বলে যে সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই জমির চূড়ান্ত বরাদ্দ প্রাপ্তির লক্ষ্যে ইতোমধ্যেই উপাচার্য একটি আবেদন পাঠিয়েছেন।

পূর্বাচলের ওই জমিতে ‘ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন ক্যাম্পাস’ তৈরির জন্য ধারণাপত্র তৈরি ও সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।