Can't found in the image content. গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের নতুন ডিজি হামিদুল হক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের নতুন ডিজি হামিদুল হক

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২

গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের নতুন ডিজি হামিদুল হক
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল হামিদুল হক।একটি নির্ভরযোগ্য সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার হামিদুল হকের নিয়োগ আদেশ জারি হয়েছে।হামিদুল হক ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

আর গত ১৫ মাস ডিজিএফআইয়ের দায়িত্ব সামলে আসা তাবরেজ শামস চৌধুরীকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (অ্যার্টডক) জিওসি করা হয়েছে।

হামিদুল হক ১৯৭০ সালে কক্সবাজারে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন ১৯৮৮ সালে। প্রশিক্ষণ শেষে ১৯৯০ সালের ২২ জুন সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি কোরে কমিশন পান তিনি।

সর্বশেষ সিলেটে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং সিলেটের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন হামিদুল হক।

এর আগে পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৯৯ কম্পোজিট ব্রিগেড এবং পার্বত্য চট্টগ্রামে ২০৩ ইনফ্যান্ট্রি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন মেজর জেনারেল হামিদুল। এ ছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজের কলেজ সেক্রেটারি এবং কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।