Can't found in the image content. সম্মেলন চাওয়ায় কেন্দ্রীয় নেতাকে হুমকি, অভিযোগ ছাত্রলীগ সভাপতি জয়ের অনুসারীর বিরুদ্ধে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সম্মেলন চাওয়ায় কেন্দ্রীয় নেতাকে হুমকি, অভিযোগ ছাত্রলীগ সভাপতি জয়ের অনুসারীর বিরুদ্ধে

নেতার বিরুদ্ধে নেতার হুমকির অভিযোগ


বিশেষ প্রতিবেদক | আপডেট: বুধবার, অক্টোবর ২৬, ২০২২

সম্মেলন চাওয়ায় কেন্দ্রীয় নেতাকে হুমকি, অভিযোগ ছাত্রলীগ সভাপতি জয়ের অনুসারীর বিরুদ্ধে
বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন চাওয়া নিয়ে কথা বলায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা লতিফুল ইসলাম নিপুলকে নিজ রুমে হেনস্তার অভিযোগ জসিমউদদীন হল শাখা ছাত্রলীগের সভাপতি  ওয়ালিউল সুমনের সমর্থকদের বিরুদ্ধে। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী। 

এ বিষয়ে ছাত্রলীগ নেতা লতিফুল ইসলাম নিপুল বলেন, আমি মোঃ লতিফুল ইসলাম নিপুল, সাবেক উপ-প্রশিক্ষণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ও  সাবেক সাংগঠনিক সম্পাদক, কবি জসিমউদদীন হল ছাত্রলীগ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের একজন আবাসিক ছাত্র। আমার কক্ষ নং ৪২৩। কেন্দ্রীয় ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৩০ তম  সম্মেলনের পক্ষে কথা বলাতে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী হল সভাপতি সুমন খলিফার নির্দেশে আমার অনুপস্থিতিতে হলের রুমে ঢুকে উদ্দেশ্য মূলক, ইচ্ছাকৃতভাবে আমাকে বিতর্কিত করার উদ্দেশ্যে  রুমের ভেতরে দেয়ালে টানানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কাপড় দিয়ে ঢেকে তা ভিডিও ধারণ করে হলের সভাপতি সহ তার কিছু অনুসারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার করে। যা একজন মুজিব সেনা হিসেবে আমাকে অত্যন্ত ব্যথিত করেছে এবং এহেন জঘন্য কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। আর জড়িতদের বিরুদ্ধে শাস্তি দাবি করছি। উল্লেখ্য ২১ অক্টোবর ২০২২ রাত ২ টার সময় আমার রুমে ১০/১২ জন লোক পাঠিয়ে মারার হুমকি দিয়ে যায়। এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।


এ বিষয়ে কবি জসিমউদ্দিন ছাত্রলীগের সভাপতি ওয়ালিউল সুমন বলেন, নিপুল ভাই আমদের হলের বড় ভাই। উনার বিষয়টি আমি শুনেছি। তবে, উনার সাথে আমার কোনো দূঃসম্পর্ক নেই। সুতরাং, উনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার কোনো কারণ আমার কাছে নেই৷ উনার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। যতটুকু জানতে পেরেছি, হলের জুনিয়র ছেলেরা উনার সাথে সমাজোতার সাথে রুমে থাকার জন্য গিয়েছিলো। উনি হলের বৈধ ছাত্র নন। তবুও, তিনি ১টি রুম দখল করে রুমে একা থাকেন। হলে যেহেতু রুম সঙ্কট সেহেতু, ছেলেরা উনার রুমে থাকার উদ্দেশ্য কথা বলার জন্য গিয়েছিল। সেখানে কিছুটা বাকদ্বন্ধিতা হয়েছে শুনেছি। 

তবে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়কে একাধিকবার কল দিয়েও তাকে ফোনে পাওয়া যায় নি।